এবার শেরপুরের শ্রীবরদীতে পরিত্যক্ত অবস্থায় টয়োটা অ্যাভেঞ্জা ব্রান্ডের একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গাড়িটি উদ্ধার করা হয়। সাদা রঙের টয়োটা অ্যাভাঞ্জা মডেলের গাড়িটির নম্বর ‘ঢাকা মেট্রো গ-৩৭-৮৯৯৭’। এটি বর্তমানে শ্রীবরদী থানা হেফাজতে রয়েছে।ভায়াডাঙ্গা বাজারের প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে তারা সাদা রঙের গাড়িটি ভায়াডাঙ্গা বাজারে দাঁড় করানো দেখতে পান। রাতেও কেউ নিতে না আসায় পরিত্যক্ত মনে করে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে রেকার দিয়ে টেনে থানায় নিয়ে যায় গাড়িটি।পুলিশ জানায়, গাজীপুরের শীতলক্ষ্যা নদী থেকে পুলিশ একটি প্রাডো গাড়ি উদ্ধারের ১৬ ঘণ্টা পর শেরপুরের শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় একটি টয়োটা অ্যাভাঞ্জা গাড়ি করা হয়েছে।শ্রীবরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ভায়াডাঙ্গা বাজার থেকে সাদা রঙের টয়োটা অ্যাভাঞ্জা মডেলের একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। কোনো অপরাধী চক্র গাড়িটি চুরি অথবা ছিনতাই করে লুকাতে না পেরে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।এর আগে বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া উপজেলার দস্যুনারায়ণপুর বাজার এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে একটি প্রাডো গাড়ি উদ্ধার করে পুলিশ। জেলেরা মাছ ধরতে গিয়ে ওই গাড়িটির খোঁজ পায়। হাকিম বাবুল/এআরএ/পিআর