শরীয়তপুরে ১টি পিস্তল, ১টি ম্যাগজিনসহ ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পালং মডেল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের চর চিকন্দী গ্রামের শাহ্ উমর উদ্দিন মস্তান দরবার শরীফের বাড়ি থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র, ম্যাগজিন ও গুলি উদ্ধার করেছে। বর্তমানে গুলি ও অস্ত্র পুলিশের হেফাজতে আছে। মো. ছগির হোসেন/এফএ/এমএস