দেশজুড়ে

রাজশাহীতে জালনোট তৈরির সরঞ্জামসহ আটক ৩

নগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় রবিবার রাতে অভিযান চালিয়ে জালনোট তৈরির সরঞ্জাম উদ্ধারসহ তিন কলেজছাত্রকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ও মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। আটক তিনজন হলেন- গোদগাড়ীর কাঁকনহাট এলাকার মঈনুল ইসলামের ছেলে জোবায়ের আল সিফাত (২২), নগরীল দাশপুকুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে সাব্বির হোসেন (২০) ও বহরমপুর এলাকার আব্দুর রশিদের ছেলে সাকিল আহম্মেদ (২২)।সহকারী কমিশনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে নগরীর দাশপুকুর এলাকায় অভিযান চালিয়ে ওই চক্রের মূলহোতা সিফাত এবং তার দুই সহযোগী সাব্বির ও সাকিলকে আটক করা হয়। এ সময় ৫০ টাকার ৭২টি জালনোট, নোট তৈরির কাগজ, একটি কম্পিউটার ও একটি প্রিন্টার উদ্ধার করা হয়।এসএইচএ/পিআর