নওগাঁর উত্তরা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং প্রাইম ল্যাবে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অপরাধে আট লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুর ১২টায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও অপারেশন সামগ্রী, অনুমোদনহীন ব্লাড ব্যাংক পরিচালনা, পরীক্ষার আগেই প্যাথলজিকাল রিপোর্টে ডাক্তারের স্বাক্ষর ও অপরিচ্ছন্ন অপারেশন থিয়েটারসহ বিভিন্ন অনিয়মে উত্তরা ক্লিনিককে দুই লাখ টাকা ও প্রাইম ল্যাবকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।র্যাব-৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় নওগাঁ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার শরিফুল ইসলাম ও মেজর আরাফাত উপস্থিত ছিলেন।আব্বাস আলী/আরএআর/পিআর