সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসিবুল হাসান ইমন হত্যা মামলায় গ্রেফতার তিনজনের মধ্যে দুইজনকে দুই দিন করে রিমান্ড ও একজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে সাতক্ষীরা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাবিবুল্লাহ মাহমুদ শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে ১৭ জানুয়ারি মঙ্গলবার খুলনা কমার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও ছাত্রলীগ নেতা শেখ হাসিবুল হাসান ইমন খুন হন। সে শহরের সুলতানপুরের শেখ ইকবাল হাসান লিটনের ছেলে। মঙ্গলবার সকালে ধুলিহর এলাকার একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতার হন নিহতের প্রতিবেশী তিনজন।সাতক্ষীরা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, হত্যা মামলায় সন্দেহজনকভাবে গ্রেফতার হওয়া তিনজনকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। গ্রেফতার বখতিয়ার হাসান বিপ্লব ও মোস্তাফিজুর রহমান মুরাদকে দুই দিনের রিমান্ড ও রনিকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আকরামুল ইসলাম/আরএআর/পিআর