দেশ স্বাধীন হয়েছে শুধু এমপি-মন্ত্রী হওয়ার জন্য নয়, উঁচু-নিচু ভেদাভেদ ভুলে মানুষের সুখ-দুঃখে ভাগি হওয়ার জন্য বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।রোববার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হরিণপালা ইকো পার্কে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি সব সময় ঐক্যের কথা বলে আসছি। দেশে সন্ত্রাসী ও জঙ্গিবাদের কোনো স্থান দেয়া হবে না। পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজি, সাবেক সংসদ সদস্য ডা. আনোয়ার হোসেন, স্বরূপকাঠি পৌরসভার মেয়র গোলাম কবির, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র আহম্মেদ মির্জা, ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল প্রমুখ। হাসান মামুন/এআরএ/পিআর