সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা এলাকায় ট্রাকের চাপায় রামকৃষ্ণ রায় (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক রামকৃষ্ণ রায় সদরের বারুইবাসা গ্রামের শান্তকৃষ্ণ রায়ের ছেলে।সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। আকরামুল ইসলাম/আরএআর/এমএস