খেলাধুলা

বৃষ্টির পর আবার খেলা শুরু

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বৃষ্টি শেষে আবার মাঠে নেমেছে নিউজিল্যান্ড- দ. আফ্রিকা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ ২৩৯ রান। ডি ভিলিয়ার্স ৬৩ আর মিলার ১৯ রান নিয়ে ব্যাট করছে।টস জিতে ব্যাট করতে অধিনায়ক ডি ভিলিয়ার্সের ব্যাটের উপর ভর করে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে যাওয়ার মিশন নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকে দুই প্রোটিয়া ওপেনার হাশিম আমলা ও ডি কক। তবে দলীয় ২১ ও ব্যাক্তিগত ১০ রান করে বোল্ড আউট হয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ আমলা।এর কিছুক্ষণ পরই আরেক ওপেনার ডি কক ১৪ রান করে আমলাকে অনুসরণ করলে কিছুটা বিপদে পড়ে প্রোটিয়ারা। এরপর রুশোকে সাথে নিয়ে ৫৫ রানের জুটি গড়ে দলের প্রাথমিক বিপর্যয় কাটিয়ে তোলেন ডু প্লেসিস। অ্যান্ডারসনের বলে আউট হওয়ার আগে রুশো করেন ৩৯ রান। নিউজিল্যান্ডের পক্ষে বোল্ট নেন ২ উইকেট।এ পর্যন্ত ৬ বার সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা থাকলেও এখন পর্যন্ত একবারও ফাইনালে খেলার সৌভাগ্য হয়নি কিউইদের। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত আছে স্বাগতিক দলটি। এ্যাডাম মিলনের পরিবর্তে ম্যাট হেনরিকে দলে নিয়েছে দলটি।অন্যদিকে তিনবার সেমিফাইনাল খেললেও,ফাইনালে খেলা হয়নি দক্ষিণ আফ্রিকারও। প্রায় প্রতি আসরে ফেভারিটের তকমা থাকলেও,স্নায়ুচাপে নকআউট পর্ব থেকেই বিদায় নিতে হয় প্রোটিয়াদের। তাই তাদের ক্রিকেট বিশ্বে বলা হয়ে থাকে চোকার্স। তবে,এবার ফাইনালে উঠে সেই অপবাদ ঘোচাতে চায় দু-দলই। কাইল এ্যাবটের জায়গায় ফিলেন্ডারকে দলে নিয়েছে প্রোটিয়ারা।দক্ষিণ আফ্রিকা দল : এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক),হাশিম আমলা, কুইন্টন ডি কক,  ফাফ ডু প্লেসিস, রিলে রুশো, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ডেল স্টেইন, ভারনন ফিল্যান্ডার, মরনে মরকেল ও ইমরান তাহির।নিউজিল্যান্ড দল : ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক),মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, রস টেলর, গ্র্যান্ট ইলিয়ট, কোরি অ্যান্ডারসন, লুক রনকি, ড্যানিয়েল ভেট্রোরি, ম্যাট হেনরি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।এমআর/এআরএস