দেশজুড়ে

শ্যামনগরে বনদস্যু আনারুল আটক

সুন্দরবনের বনদস্যু আলিম বাহিনী সদস্য আনরুল ইসলামকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।বনদস্যু আনারুল ইসলাম আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের সহিল উদ্দিনের ছেলে।শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সম্প্রতি সুন্দরবন থেকে এলাকায় ফিরেছে বনদস্যু আনারুল এমন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।আকরামুল ইসলাম/এআরএ/জেআইএম