খেলাধুলা

২৯৮ রানের লক্ষ্যে ব্যাট করছে নিউজিল্যান্ড

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডার্ক লুইস পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকা দেওয়া ২৯৮ রানের লক্ষ্যে ব্যাট করছে নিউজিল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ ওভার শেষে কিউইদের সংগ্রহ ৩২ রান। ম্যাককালাম ২৬ আর গাপটিল ২ রান নিয়ে ব্যাট করছে।এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ২৮১ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে ডার্ক লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ২৯৮। ডি ভিলিয়ার্স ৬৫ আর ডুমিনি ৮ রান নিয়ে অপরাজিত থাকেন। বৃষ্টির কারণে ম্যাচটি ৪৩ ওভারে নেমে এসেছে।ফাইনালে যাওয়ার মিশন নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকে দুই প্রোটিয়া ওপেনার হাশিম আমলা ও ডি কক। তবে দলীয় ২১ ও ব্যাক্তিগত ১০ রান করে বোল্ড হয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ আমলা।এর কিছুক্ষণ পরই আরেক ওপেনার ডি কক ১৪ রান করে আমলাকে অনুসরণ করলে কিছুটা বিপদে পড়ে প্রোটিয়ারা। এরপর রুশোকে সাথে নিয়ে ৫৫ রানের জুটি গড়ে দলের প্রাথমিক বিপর্যয় কাটিয়ে তোলেন ডু প্লেসিস। অ্যান্ডারসনের বলে আউট হওয়ার আগে রুশো করেন ৩৯ রান।এরপর ডু প্লেসিসকে সাথে নিয়ে ১০৩ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যায় ডি ভিলিয়ার্স। অ্যান্ডারসনের বলে আউট হওয়ার আগে ডু প্লেসিস করেন ৮২ রান। শেষ দিকে মিলার ১৮ বলে ৪৯ রান করলে  রানের সংগ্রহ পায় প্রোটিয়ারা।নিউজিল্যান্ডের পক্ষে অ্যান্ডাসন ৩ আর বোল্ট নেন ২ উইকেট।এমআর/আরআই