দেশজুড়ে

চলে গেলেন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি বারী

আগরতলা ষড়যন্ত্র মামলার ২২তম আসামি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোদ্ধা মাহফুজুল বারী (৭৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।সোমবার ভোর ৬টার দিকে রাজধানীর মিরপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।ফাহফুজুল বারী লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।রামগতি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু নাছের বলেন, মাহফুজুল বারী ছিলেন বাংলাদেশের ইতিহাসের কিংবদন্তি। তিনি আগরতলা ষড়যন্ত্র মামলার ২২তম আসামি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোদ্ধা। তার মৃত্যুতে দেশ এক অমূল্য সম্পদ হারিয়েছে।কাজল কায়েস/এআরএ/পিআর