দেশজুড়ে

৪ দিন ধরে নিখোঁজ শরীয়তপুরের এক কিশোরী

শরীয়তপুরে ৪ দিনেও খোঁজ মেলেনি তামান্না আক্তার (১৩) নামের এক কিশোরীর। এই কিশোরী গত শনিবার বিকেলে তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নং ৭৯৫। নিখোঁজ তামান্না আক্তার ডামুড্যা উপজেলায় ধানকাটি ইউনিয়ন দশমনতারা গ্রামের জাকির মালতের কন্যা।স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয় তামান্না। তারপর থেকে বিভিন্ন স্থানে খোজাঁখুজি করে আর পাওয়া যায়নি। নিখোঁজ তামান্নার মা রুবিনা আক্তার বলেন, আমি গত শনিবার আমার বাবার বাড়ি যাই। বাড়িতে এসে শুনি আমার ফুফাতো ভাসুরের ছেলে আজিজুল পেদার সঙ্গে তামান্না নাকি বেড়াতে গেছে। বেড়াতে গিয়ে আর ফিরে আসেনি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তামান্নার সন্ধান পাওয়া যায়নি। আমি জানি না আমার মেয়ে কেমন আছে। আমি আমার মেয়েকে সুস্থ ফিরে পেতে চাই। ডামুড্যা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান চৌধুরী বলেন, তামান্না নিখোঁজের একটি সাধারণ ডায়েরি হয়েছে। তামান্নার সন্ধানে অন্যান্য থানায়ও বার্তা পাঠানো হয়েছেমো. ছগির হোসেন/এআরএস/পিআর