দেশজুড়ে

সরকারি সম্পত্তি দখলমুক্ত করলেন ইউএনও

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের রথখোলা এলাকায় অবৈধভাবে দখল হয়ে যাওয়া তিন একর সরকারি জমি উদ্ধার করেছেন তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফরিদ হোসেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে  জমি দখলমুক্ত করতে তিনি অভিযান পরিচালনা করেন।এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. লিটন আলী, পাটকেলঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল ইসলাম, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন জাগো নিউজকে জানান, ২২টি ভূমিহীন পরিবার খাল ও জলাশয়ের পাশে বসবাস করেন। সাতক্ষীরার শ্যামনগরের কাশিবাড়ি এলাকার আকবার হোসেন নামের একজন সন্ত্রাসী দীর্ঘদিন ধরে ভূমিহীন এ পরিবারগুলোকে জিম্মি করে রাখে। তাছাড়া সরকারি জমি দখল, মাদক ব্যবসা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এই আকবর। তার অবৈধ দখলে থাকা তিন একর সরকারি জলাশয় দখলমুক্ত করে সরকারের আওতায় আনা হয়েছে।আকরামুল ইসলাম/আরএআর/পিআর