রংপুরের পীরগঞ্জে ভুয়া প্রকল্প দেখিয়ে এলজিএসপির প্রায় ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উপজেলার ৮নং রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে, স্থানীয় সরকার বিভাগের ইপ-১ শাখার উপ-সচিব মাহাবুবার রহমান স্বাক্ষরিত এক পত্রে রংপুরের জেলা প্রসাশককে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার ৮নং রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান ২০১৫-১৬ অর্থ বছরে ভুয়া প্রকল্প দেখিয়ে এলজিএসপি-২ এর ১ম কিস্তির ৬,০৬,৮৭৫ টাকা এবং একই অর্থ বছরে দ্বিতীয় কিস্তির জন্য বরাদ্দকৃত ৯,৮৯,৫২৩ টাকা কাজ না করেই বিধি বহির্ভূতভাবে উত্তোলন করে আত্মসাত করেন। বিষয়টি স্থানীয় সরকার বিভাগের নজরে আসলে তদন্ত করে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় চেয়ারম্যান আনিছুর রহমানকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(৪) (ঘ) অনুযায়ী ৩৪ (১) মোতাবেক সাময়িকভাবে বরখাস্ত করে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(৫) মোতাবেক চেয়ারম্যান পদ হতে কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তা জানতে আগামী ২৬ জানুয়ারির মধ্যে জেলা প্রসাশকের মাধ্যমে জানাতে ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানকে নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে জানতে ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। জিতু কবীর/এআরএ/এমএস