ভাওয়াল রাজ স্টেটের জমি গত দুই দশকে দেদারছে হরিলুট হয়েছে। যারাই ক্ষমতায় এসেছে তারাই লুটেপুটে খেয়েছে এই রাজ স্টেটের জমি। আর যাতে ভাওয়াল রাজ স্টেটের জমি বেহাত না হয় সেজন্য এই স্টেট সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে যে ভাবে বালু ও মাটিউত্তোলন করা হচ্ছে তাও খতিয়ে দেখার তাগাদা দিয়েছে এই কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দশম বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সভাপতি রেজাউল করিম হীরার সভাপতিত্বে কমিটি সদস্য ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মকবুল হোসেন, সামছুল আলম দুদু, এ কে এম মাঈদুল ইসলাম এবং জাহান আরা বেগম সুরমা অংশগ্রহণ করেন।এই বৈঠকেই উপরোক্ত সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে ভূমি সংস্কার বোর্ডের অধীন কোর্টস অব ওয়ার্ডস (নওয়াব এস্টেট ও ভাওয়াল রাজ এস্টেট) এর জমি সংক্রান্ত্র সর্বশেষ অবস্থা এবং ভূমি মন্ত্রণালয়সহ এর অধীন বিভিন্ন সংস্থার লোকবলের শূন্যপদের সংখ্যা পূরণের বিষয়ে গৃহীত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।কমিটি দেশের বিভিন্ন জেলায় আইন অমান্য করে যাতে মাটি ও বালু উত্তোলন করা না হয় সে জন্য যথাযথ ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার সুপারিশ করে। বৈঠকে কোর্টস অব ওয়ার্ডসের আওতায় যে সব মামলা রয়েছে সেগুলো দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় এবং সংসদীয় কমিটি কর্তৃক ভাওয়াল রাজ এস্টেট সরেজমিনে পর্যবেক্ষণের সিদ্ধান্ত গৃহীত হয়।কমিটি দেশের যে সব উপজেলায় সহকারি কমিশনারের (ভূমি) শূন্য পদ রয়েছে জরুরি ভিত্তিতে সে সব পদে নিয়োগ প্রদানের সুপারিশ করে। বৈঠকে ভূমি আপিল বোর্ড ও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।বিএ/আরআই