লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা-সামগ্রী বিতরণ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার দুপুরে পরীক্ষার রুটিন, কলম ও প্লাস্টিকের ফাইল বিতরণ করা হয়। উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে তারেক আজিজ জনি তিনটি বিদ্যালয় ও একটি মাদরাসায় এসব শিক্ষা-সামগ্রী বিতরণ করেন।দলীয় সূত্রে জানা যায়, রায়পুর মার্চ্চেন্টস একাডেমী, দক্ষিণ রায়পুর আবদুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়, উপকূলীয় এল কে এইচ উচ্চ বিদ্যালয় ও মধ্য রায়পুর দারুস সুন্নাত দাখিল মাদরাসার ৫৪০ এসএসসি পরীক্ষার্থীকে বুধবার পরীক্ষার রুটিন, কলম ও প্লাস্টিকের ফাইল দেয়া হয়। এ সময় এসব প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।ছাত্রলীগ নেতা তারেক আজিজ জনি বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের নির্দেশে বিনামূল্যে শিক্ষা-সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবারের মধ্য ১০টি শিক্ষা-প্রতিষ্ঠানের ১ হাজার ১০০ এএসসি পরিক্ষার্থীকে রুটিন, কলম ও প্লাস্টিকের ফাইল দেয়া হবে। ছাত্রছাত্রীদের সকল ভালো কাজে ছাত্রলীগের সমর্থন থাকবে সবসময়।কাজল কায়েস/এএম/জেআইএম