দেশজুড়ে

দ্বিতীয়বার আইজিপি ব্যাচ পেলেন শ্যামল মুখার্জি

দ্বিতীয়বারের মতো আইজিপি ব্যাচ পেয়েছেন সাতক্ষীরার তালার মাগুরা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের স্বর্গীয় দিলীপ মুখার্জির ছেলে শ্যামল কুমার মুখার্জি। বর্তমানে তিনি ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অর্থ) হিসেবে কর্মরত। বুধবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশের আইজিপি একেএম শহীদুল হক তাকে এ ব্যাচ পরিয়ে দেন।এর আগে ২০১৫ সালের ১৫ জানুয়ারি ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে ঢাকা জেলার শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা হিসেবে মনোনীত হন। এরপর ২০১৫ সালের ২১ জুন নাটারের পুলিশ সুপার থাকাকালীন গুরুদাসপুরে সাম্প্রদায়িক দাঙ্গা রুখে দেয়ার জন্য আইজিপি ব্যাচ পেয়েছিলেন।ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অর্থ) শ্যামল কুমার মুখার্জি জাগো নিউজকে জানান, সরকারি অর্থ ব্যয়ে সাশ্রয়ী এবং নাটোর জেলা ও ডিএমপিতে উল্লেখযোগ্য পরিমাণ অডিট আপত্তি নিষ্পত্তি করার জন্য তিনি এ ব্যাচ পেয়েছেন। আকরামুল ইসলাম/এএম/আরআইপি