দেশজুড়ে

নোয়াখালীতে মাঠ কর্মচারীদের বিভিন্ন দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী বেগমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার বিকেলে চৌরাস্তা বীর শ্রেষ্ঠ রুহুল আমিন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।ঘণ্টাব্যাপী মানববন্ধনে টাইম স্কেল সংক্রান্ত মামলার দ্রুত রায় বাস্তবায়ন ও এফপিআই ও এফডব্লিউএ দের শিক্ষাগত যোগ্যতা উন্নীত করণসহ নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারি দেন তারা।মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনায় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাকির হোসেন, সহকারী কর্মকর্তা হরে কৃষন দেবনাথ, জেলা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান সুমন প্রমুখ।মিজানুর রহমান/এএম/আরআইপি