দেশজুড়ে

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বৃহস্পতিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্ধের দিন আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুইদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে বন্দর সূত্র জানিয়েছে।আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জাগো নিউজকে জানান, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেদেশের ব্যাবসায়ীদের অনুরোধে বৃহস্পতিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখে হয়েছে। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি শুরু হবে।আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম