জাতীয়

অবৈধ অস্ত্র-গুলিসহ ডিজে অনিক গ্রেফতার

আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে অবৈধ অস্ত্র ব্যবসায়ি তারেক আহমেদ অনিক ওরফে ডিজে অনিককে(২৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ডগুলি জব্দ করে রব-১।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ জাগো নিউজকে জানান, অনিক বাড্ডা এলাকায় প্রভাবশালী। আইন-শৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্রের ব্যবসা করতো।

এর আগে উত্তরা থেকে ৪টি অস্ত্র উদ্ধারের পর অবৈধঅস্ত্র ব্যবসায় তার নাম উঠে আসে। এলাকায় সামাজিক প্রভাবের তকমা লাগিয়ে সে অবৈধ অস্ত্র ব্যবসা করতো।

র‌্যাব-১ সিও বলেন, সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে অনিককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

জেইউ/এমএমজেড/জেআইএম