খুলনা বিভাগকে ভিক্ষুকমুক্ত করার লক্ষে ঝিনাইদহে সদর উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ভিক্ষুকদের মাঝে উপকরণ বিতরণের মাধ্যমে এ ঘোষণা দেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান।এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. অরুনা বিশ্বাস, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুয়াল হোসেন, খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মানিক মাহমুদ, ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, বরিশালের জেলা প্রশাসক ড.গাজী মো. সাইফুজ্জামান, কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান, মেহেরপুরের জেলা প্রশাসক পরিমল সিংহ, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক সায়মা ইউনুস প্রমুখ।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, খুলনা বিভাগকে ভিক্ষুকমুক্ত করার লক্ষে ঝিনাইদহ সদর করা হয়েছে। এসব স্থানের ভিক্ষুকদের পুনর্বাসন করা হয়েছে।বৃহস্পতিবার ভিক্ষুকদের মাঝে মুরগি, ছাগল, ওজন মাপার মেশিনসহ অন্যান্য উপকরণ বিতরণের মাধ্যমে প্রধান অতিথি সদর উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন।আহমেদ নাসিম আনসারী/এএম/পিআর