পটুয়াখালীতে সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে এক মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরান বাজার আখড়া বাড়ি গিয়ে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র পাল, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, সভাপতি মন্ডলির অন্যতম সদস্য তপন কর্মকার ও দুমকী উপজেলা সভাপতি মধুসুধন হাওলাদার প্রমুখ।মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/পিআর