খেলাধুলা

টস জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪.৪ ওভার শেষে ১ উইকেটে অজিদের সংগ্রহ ২৭ রান। ফিঞ্ছ ৭ রান নিয়ে ব্যাট করছে। যাদবের বলে আউট হওয়ার আগে ওয়ার্নার করেন ১২ রান। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের লড়াইটা একদিকে যেমন দুই মোড়লের অন্যদিকে বর্তমান দুই ক্রিকেট পরাশক্তিরও। কেননা আইসিসি প্রকাশিত সর্বশেষ রাঙ্কিংয়ে শীর্ষ স্থান দুটি যে দখল করে আছে এ দু-দলই।এর আগের দুই বিশ্বকাপে দু-দলের দেখা হলেও এবারই প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে তারা। ২০০৩ বিশ্বকাপ ফাইনালে অজিদের বিপক্ষে হেরে শিরোপার স্বপ্ন জলাঞ্জলি দিয়েছিল ভারত। তবে গেল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এই ক্লার্ক বাহিনীকেই হারিয়ে শিরোপা জয়ের পথ  সুগম করেছিল ধোনিরা।অস্ট্রেলিয়া একাদশ : মাইকেল ক্লার্ক(অধিনায়ক),অ্যারন ফিঞ্চ,ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ব্র্যাড হাডিন, জেমস ফকনার, মিচেল জনসন, মিচেল স্টার্ক, জশ হাজেলউড।ভারতী একাদশ : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক),শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সামি, উমেশ যাদব, মোহিত শর্মা।এমআর /পিআর