পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি নদীতে ডুবে যাওয়া সঞ্জয় ভূইয়া (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্বার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহটি উদ্ধার করে।নিহত সঞ্জয় ভূইয়া সদর উপজেলার লাউকাঠি গ্রামের স্বপন ভুইয়ার ছেলে।পুলিশ জানায়, শুক্রবার বিকেলে সঞ্জয় লাউকাঠি নদীতে পড়ে যায়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহটি উদ্ধার করে।পটুয়াখালী সদর থানা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) কে.এম. তারিকুল ইসলাম জানান, নিহতের সুরতহাল করার পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।মুহিবুল্লাহ চৌধুরী/আরএআর/এমএস