দেশজুড়ে

নেতাকে নেতা মানতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গনে প্রায় ২১ কোটি টাকা ব্যায়ে নির্মিত ভূ-উপরিস্থত পানি শোধনাগার প্ল্যান্টের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী। মাঝারি শহর পানি সরবরাহ স্যানিটেশন সেক্টর (জিওবি-এডিবি) প্রকল্পের  আওতায় মৌলভীবাজার পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে  উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী বলেছেন, নেতাকে নেতা মানতে হবে। নাহলে নেতার অভিশাপ একদিন খারাপ পরিণাম বয়ে নিয়ে আসবে। এদেশে বিগত দিনে অনেককেই এই পরিণাম ভোগ করতে হয়েছে। কারণ রাজনৈতিক হানাহানি যেভাবে শুরু হয়েছে তাতে শিষ্টাচার বহির্ভূত অনেক ঘটনাও ঘটছে।মন্ত্রী মৌলভীবাজারবাসীর উদ্দেশ্যে বলেন, আমি পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে এমপি ও মন্ত্রী এই পর্যায়ে আসতে যারা আমাকে সহযোগিতা ও সম্মান করেছেন তাদের যে কেউ আমার কাছে আসলে আমি তাদের বিমূখ করবো না। মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ ফিরোজ, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মসুদ আহমদ, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হামিদ মাহবুব, সহ-সভাপতি বকসী ইকবাল আহমদ, জেলা জাসদ সভাপতি আব্দুল হক, জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জাকারিয়া প্রমুখ। এর আগে মন্ত্রী শহরের মাতারকাপনস্থ পানি শোধনাগার প্ল্যান্টের শুভ উদ্বোধন করেন।এমজেড/পিআর