দেশজুড়ে

ডাকাতের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত

লক্ষ্মীপুরে ডাকাতিতে বাধা দেওয়ায় সাবেক ইউপি সদস্য (মেম্বার) সফি উল্যা সাবুকে (৫৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দার মানিক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাবু তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।নিহতের ছেলে আলাউদ্দিন জানান, মধ্যরাতে দরজা ভেঙে একদল ডাকাত তাদের ঘরে হানা দেয়। স্বর্ণালংকার লুট করার সময় বাধা দিতে গেলে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে ডাকাতরা। তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওমর ফারুক ভুলু জানান, রাত ২টার দিকে সাবেক ইউপি সদস্য সফি উল্লার বাড়িতে ডাকাতি সংগঠিত হয়। এসময় ডাকাতরা সাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। ডাকাতরা স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল লুট ও ঘরের মালামাল তছনছ করেছে।লক্ষ্মীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম ফজলুল হক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।কাজল কায়েস/এফএ/এমএস