দেশজুড়ে

সাবেক ইউপি সদস্যকে ছুরি মেরে টাকা ছিনতাই

ঝিনাইদহ কালীগঞ্জের সাবেক ইউপি সদস্য এমদ্দুল ইসলাম ইদুকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে ছিনতাইকারীরা। শনিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ আড়পাড়া গ্রামে শমীর হোসেন ড্রাইভারের বাড়িতে এ ঘটনা ঘটে।হামলার শিকার ইদু জানান, একটি ট্রাক কেনার জন্য কালীগঞ্জ আড়পাড়া গ্রামের শমীর ড্রাইভারের বাড়িতে থাকা ভাড়াটিয়ার বাড়িতে যান।গাড়ি কেনাবেচার কথা বলার সময় ৩ জন তাকে ছুরি মেরে জখম করে এবং তার কাছে থাকা ৪ লাখ টাকা কেড়ে নেয়। পরে তিনি পালিয়ে কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এসে রক্ষা পান।কারীগঞ্জ থানা সূত্রে জানা যায়, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তবে এখনও মামলা হয়নি।আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস