দেশজুড়ে

ইকবাল সোবহানের বিরুদ্ধে নিজাম হাজারীর মামলা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার`র সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলা হয়েছে।রোববার বেলা ১১টার দিকে ফেনী সদরের এমপি নিজাম উদ্দিন হাজারী চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মশিউর রহমান খানের আদালতে এ মামলা করেন। মামলায় ইকবাল সোবহান চৌধুরী ছাড়াও প্রতিবেদক মামুনুর রশীদসহ আজ্ঞাতনাম দু-তিনজনকে আসামি করা হয়েছে।মামলার বাদী নিজাম হাজারী জানান, গত ২৩ জানুয়ারি ইকবাল সোবহান চৌধুরী সম্পাদিত ডেইলি আবজারভার পত্রিকায় তিনিসহ আরো তিন সংসদ সদস্যের বিরুদ্ধে ‘মাদক সিন্ডিকেটের নিয়ন্ত্রক’ উল্লেখ করে সংবাদ প্রকাশিত হয়। এতে তার ১০ কোটি টাকার সমপরিমাণ সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। মামলার বাদীপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির ফারুক বলেন, আদালতের বিচারক বাদীর বক্তব্য শুনেছেন ও আবেদনটি গ্রহণ করেছেন। এই বিষয়ে আজ বিকেল ৩টায় আদালত শুনানি শেষে আদেশ প্রদান করবেন। জহিরুল হক মিলু/এফএ/আরআইপি