দেশজুড়ে

সাতক্ষীরায় গ্রেফতার ৩৬

সাতক্ষীরার জেলার আটটি থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়।জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মিজানুর রহমান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। আকরামুল ইসলাম/আরএআর/এমএস