ডাকাতিতে বাধা দেওয়ায় লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) সফি উল্যা সাবুকে (৫৫) কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। রোববার রাতে নিহতের জামাতা মো. রুবেল বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। রাতেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দাসেরহাট এলাকার জাবেদ হোসেন মিন্টু নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওমর ফারুক ভুলু জানান, শনিবার রাত ২টার দিকে সাবেক ইউপি সদস্য সফি উল্লার বাড়িতে ডাকাতি সংগঠিত হয়। এসময় ডাকাতরা সাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। নিহতের ছেলে আলাউদ্দিন জানান, ডাকাতরা তার বাবাকে হত্যার পর স্বর্ণ ও টাকাসহ ছয় লাখ টাকার মালমাল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার দোষীদের গ্রেফতার ও সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এ কে এম ফজলুল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত চলছে বলেও জানান তিনি।কাজল কায়েস/আরএআর/পিআর