‘সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে দুর্নীতিবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে শুক্রবার এ অনুষ্ঠানের আয়োজন করে। ডিসি অফিসের সামনে থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর ডায়াবেটিক সমিতি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।পরে ডায়াবেটিক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাখাওয়াত হোসেন, পুলিশ সুপার মজিদ আলী, দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক সুভাষ চন্দ্র দত্ত ও ঝালকাঠি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর লাল মিয়া।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি (ভারপ্রাপ্ত) সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক সূজিত কান্তি বসু ও জেলা নাটাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার প্রমুখ।বক্তারা ‘দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়’ উল্লেখ করে নিজেকে দুর্নীতি থেকে দূরে রেখে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে এগিয়ে আসার জন্য সচেতন মহলের প্রতি আহবান জানান।এসএইচএ/পিআর