রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার রাইখালীতে একটি বৌদ্ধ মন্দিরে সংস্কার কাজ করার সময় দেয়াল ধসে দুইজনের মৃত্যু হয়েছে।সোমবার দুপুরে উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়ার মতিপাড়া বৌদ্ধ বিহারে এই ঘটনা ঘটে।নিহতরা হলেন, মংক্যচিং মারমা (২৬) ও থ্যাসুমি মারমা (৬০)। নিহতদের মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকাবাসী স্বেচ্ছায় মতিপাড়া বৌদ্ধ বিহারটি সংস্কারের উদ্যোগে নেয়। এজন্য সোমবার সকালে এলাকাবাসী বৌদ্ধ বিহারটি ভেঙে ফেলার কাজ করছিল। এতে মাটি কাটার কাজ প্রায় শেষের দিকে একটি উঁচু মাটির দেয়াল ভাঙার সময় মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।এ ব্যাপারে রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়ামং মারমা বিষয়টি নিশ্চিত করে জানান, বৌদ্ধ বিহারটির পুরাতন মাটির ঘর ভেঙে সেটি নতুনভাবে নির্মাণের জন্য উদ্যোগ নেয় এলাকাবাসী। পুরাতন বিহারটি ভাঙতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে।চন্দ্রঘোনা থানা পুলিশের বরাত দিয়ে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল্ল্যাহ বলেন, এ ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।সুশীল প্রসাদ চাকমা/এআরএ/আরআইপি