দেশজুড়ে

ফেনীতে বিএনপি কর্মী নিহত

ফেনীতে দুর্বৃত্তদের হামলায় আহত দেলোয়ার হোসেন (৩০) নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছে। শনিবার সকালে ফেনী শহরের একটি বেসরকারী  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দেলোয়ার ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের শফিউল্লা মিয়ার ছেলে।নিহত দেলোয়ারের পিতা শফিউল্লাহ মিয়া জানান, সে কয়েক বছর প্রবাসজীবন শেষে গত ফেব্রুয়ারিতে ছুটিতে দেশে আসেন। প্রবাস জীবনের আগে সে বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় দুর্বৃত্তরা তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। ২৪ মার্চ বিকালে বাড়ির পাশের একটি চা দোকানে বসা ছিল। এসময় এলাকার স্থানীয় রহিমুল্লাহ মিলন, মুন্না স্বপন,দুলালসহ ৮-১০ জনের একটি দল তার উপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে।  এলাকাবাসী দেলোয়ারকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে । পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ফেনীর একটি বেসরকারী  হাসপাতালে ভর্তি করা হয়। ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম নিহতের বিষয়ে সত্যতা স্বীকার করেন। এসএইচএ/এমএস