দেশজুড়ে

পটুয়াখালী ছাত্রদলের সম্পাদক মিলন জেলহাজতে

নাশকতার মামলায় পটুয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান মিলনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠান।উল্লেখ্য, ২০১৬ সালের ১৬ নভেম্বর পটুয়াখালী সদর থানায় একটি নাশকতা মামলা হয়। বিএনপির অন্য নেতাকর্মীদের সঙ্গে ওই মামলায় ৫ নম্বর আসামি করা হয় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান মিলনকে। প্রায় আড়াই মাস গাঢাকা দিয়ে থাকার পর মঙ্গলবার স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে আদালত তাকে জেলহাজতে পাঠান।মহিবুল্লাহ/এআরএ/জেআইএম