পিরোজপুরে রাজন খান (২৩) নামের এক ছাত্রলীগকর্মীকে কুপিয়ে গুরুতর জখম হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে পৌর শহরের খামকাটা এলাকায় এ ঘটনা ঘটে।আহত অবস্থায় তাকে পিরোজপুর সদর হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহত রাজনকে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক ছাত্রলীগকর্মী বলে দাবি করেছেন। রাজন খান পৌর শহরের কৃষ্ণ নগর এলাকার সৈয়দ আলী খানের ছেলে।পিরোজপুর সদর থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।পিরোজপুর সদর হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্র মঙ্গলবার রাতে জানায়।হাসান মামুন/বিএ