দেশজুড়ে

রংপুর ও মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রংপুরে ২ জন ও মাগুরায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাগো নিউজকে জানান, মাগুরা-বিনোদপুর সড়কের পাশে সাদিবার মোল্যার মসুরি ক্ষেতে একদল সন্ত্রাসী হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশের চার কনস্টেবল আহত হন।এ ঘটনায় পুলিশও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে জুবান শেখকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তাকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুবান শেখ ধলহারা গ্রামের মৃত সোহরাব শেখের ছেলে।ঘটনাস্থল থেকে পুলিশ ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, একটি রামদা, গাছ কাটা করাতসহ একটি চাপাতি উদ্ধার করেছে। এদিকে, রংপুরের তারাগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মশিউর (৩৭) ও বিজয় চন্দ্র দোমাসু (২৮) নামে দুইজন নিহত হয়েছেন। নিহতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার রংপুর-সৈয়দপুর মহাসড়কের লেংটি ছেড়া ব্রিজ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।আরাফাত/জিতু/এফএ/পিআর