পটুয়াখালী শহরের পুরাতন আদালত ভবনের পাশ থেকে নারায়ন চন্দ্র কর্মকার (৫০) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বুধবার সকালে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠায়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।নিহতের স্ত্রী কল্পনা রানী কর্মকার বলেন, তার সঙ্গে রাত ৯টায় শেষ কথা হয়। এর পরে আর কোনো কথা হয়নি।নিহতের বোন উষা রাণী কর্মকার বলেন, আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমার ভাইর সঙ্গে দির্ঘদিন যাবৎ টাকা পয়সা নিয়ে একটি পক্ষের বিরোধ চলে আসছিল। তবে কার সঙ্গে বিরোধ তা আমাদের কাউকে বলেননি।পটুয়াখালী সদর থানা ভারপ্রাপ্ত কর্মককর্তা (ওসি) কে.এম তারিকুল ইসলাম বলেন, এটি হত্যা নাকি অন্য কিছু সে সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। তবে নিহতের কপালে ও গালে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিস্তারিত বলা যাবে। মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/পিআর