দেশজুড়ে

ঝিনাইদহে নব-নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা

ঝিনাইদহ সদর উপজেলার খড়িখালী মায়াময় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাসকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।বুধবার বিকেলে বিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. প্রণব কুমার ব্যানার্জী সভাপতিত্ব করেন।এ অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, যুবলীগ নেতা সুজন হোসেন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান খুরশিদ আলমসহ অনেকে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার ভট্রাচার্য। এ সময় শত শত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি কনক কান্তি দাস শহীদ মায়াময় ব্যানার্জির সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন। যিনি ১৯৭১ সালে বিষয়খালী সম্মুখযুদ্ধে পাক সেনাদের হাতে শহীদ হন।উলে­খ্য, ১৯৮৪ সালে গ্রামীণ নারী শিক্ষার উন্নয়নের কথা মাথায় নিয়ে ডা. প্রণব কুমার ব্যানার্জী তার বাবা শহীদ বুদ্ধিজীবী মায়াময় ব্যানার্জীর নামে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।এরপর থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাফল্যের সাথে অধ্যায়ন করে আসছে। বর্তমানে ওই প্রতিষ্ঠানে ৫ শতাধিক ছাত্রী অধ্যায়নরত।আহমেদ নাসিম আনসারী/এএম