গাইবান্ধায় নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক মামলায় জামায়াত-শিবিরের তিন কর্মীসহ ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের পরিচালক আসাদুজ্জামান আসাদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা সদরসহ পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি উপজেলা থেকে নাশকতা, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক মামলায় জামায়াত-শিবিরের তিন কর্মীসহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তিনি গ্রেফতারকৃতদের নাম পরিচয় জানাতে পারেননি।জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, নাশকতা মামলায় জামায়াতের তিন কর্মী ও অন্যান্য মামলায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানান। এসএইচএ/এমএস