ব্রাহ্মণবাড়িয়ায় পণ্যবোঝাই ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর মীরহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আবদুল আউয়াল (৬৩) সদর উপজেলার নাটাই ইউনিয়নের সাবেক মেম্বার (সদস্য) ছিলেন বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় আহত অপর দুই যাত্রীকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, দুপুরে সুহিলপুর মীরহাটি এলাকায় সিলেট অভিমুখী একটি পণ্যবোঝাই ট্রাক অপর একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আবদুল আউয়াল মারা যান। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকসহ চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।আজিজুল সঞ্চয়/এফএ/এমএস