দেশজুড়ে

পটুয়াখালীতে ইজতেমায় মানুষের ঢল

বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। শহরের বাধঘাট বাজারস্থ মার্কাস মসজিদের উদ্যোগে দ্বিতীয় বারের মতো পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পাশে কৃষি বিমান অবতরণ কেন্দ্রে এ জেলা ইজতেমা শুরু হয়েছে।শুক্রবার দুপুরে জুমার নামাজ থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মুসল্লিদের ভিড়। ময়দানে দেশ-বিদেশের আলেমরা ইমান, আমল, আখলাক ও কালেমা সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান করছেন।তাবলিগ জামাতের আহলে শুরা সদস্য আলহাজ মোশারফ হোসেন বলেন, জেলা ইজতেমার মাঠে অনুষ্ঠিত হয়েছে জেলার সর্ব বৃহত্তম জুমার নামাজের জামায়াত। শুক্রবার সকাল ৯টা থেকে দেখা যায়, ইজেতমা ময়দানে দলে দলে প্রবেশ করছেন মুসুল্লিরা। বেলা ১১টার পর মুসল্লিদের জমায়েত বাড়তে থাকে।  মাঠের একাধিক দায়িত্বশীল ব্যক্তি জানিয়েছেন, পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলা ও বিদেশি মুসল্লিসহ অন্তত দুই থেকে আড়াই লক্ষ মুসল্লি অংশগ্রহণ করেছেন। ইতোমধ্যেই মাঠে তাবলিগি সাথীরা নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়েছেন। আর জুমার নামাজের ইমামতি করেন ভোলা মার্কাস মসজিদের শুরা সদস্য মাওলানা তৈয়বুর রহমান। জুমার পর বয়ান করেছেন ঢাকার কাকরাইলের মো: ইলিয়াস হোসেন। আগামীকাল শনিবার দুপুরে অাখেরি মোনাজাতের মধ্য দিয়ে জেলা ইজতেমার সমাপ্তি ঘটবে।উল্লেখ্য, ২০১৪ সালের ২৩ অক্টোবর পটুয়াখালীতে প্রথমবারের মতো জেলা ইজতেমা শুরু হয়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় বারের মতো এবারও জেলা ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।মহিব্বুল্লাহ্ চৌধুরী/ এমএএস/এমএস