দেশজুড়ে

আখাউড়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রামে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। নিহত আয়েশা আক্তার (৩২) দেবগ্রামের কানু মিয়ার স্ত্রী। শুক্রবার গাজীপুরের টঙ্গীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে ঘাতক স্বামী কানু পলাতক রয়েছেন।পুলিশ ও স্থানীয়রা জানান, গত সাত বছর আগে আখাউড়া উপজেলার মোগড়া গ্রামের ঋষি পাড়ার এক হিন্দু নারীকে বিয়ে করেন দেবগ্রামের বাসিন্দা কানু মিয়া। বিয়ের পর ধর্মান্তরিন হয়ে মুসলমান হওয়া ওই নারীর নাম দেয়া হয় আয়েশা আক্তার। তবে বিয়ের পর থেকেই পারিবারিক নানা বিষয়ে কলহের জের ধরে নির্যাতনের শিকার ওই নারী সম্প্রতি তার স্বামীকে তালাক দেন। কিন্তু বাবার বাড়িতেও জায়গা না পেয়ে তিনি আবার স্বামীর কাছে ফেরত চলে আসেন। এ অবস্থায় গত ২৬ জানুয়ারি শ্বশুরের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে তার পেটে লাকড়ি দিয়ে আঘাত করেন কানু। পরে গুরুতর আহত অবস্থায় ওইদিন তাকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়। এরপর শুক্রবার ভোরে গাজীপুরের টঙ্গীর একটি হাসপাতালে ওই নারী মারা যান।আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, পলাতক কানুকে গ্রেফতারের চেষ্টা চলছে। শনিবার নিহতের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় আনা হলে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।আজিজুল সঞ্চয়/এমএএস/এমএস