গেল ভালবাসা দিবসে ফাহমিদা নবীর একটি দ্বৈত অ্যালবাম প্রকাশ পেয়েছিলো কলকাতার শিল্পী রুপম বাগচীর সঙ্গে। এবার ফয়সাল রাব্বিকীনের কথায় সংগীতার ব্যানারে প্রকাশ পেতে যাওয়া একটি মিশ্র অ্যালবামে গাইলেন ফাহমিদা নবী। তার নতুন এই গানের নাম ‘একা একা লাগে’।এ বিষয়ে ফাহমিদা নবী বলেন, ‘নিজের পছন্দ না হলে গান করি না আমি। সেদিক থেকে একা একা লাগে’ গানটি খবুই চমৎকার। রোমান্টিক ও বিরহ ধরনার গান এটি। আশা করছি শ্রোতাদেরও ভাল লাগবে।’ফয়সাল রাব্বিকীন জানান, ‘আমার অত্যান্ত পছন্দের শিল্পী ফাহমিদা আপা। অনেক দিনের ইচ্ছে ছিলো উনার সাথে কাজ করার। অবশেষে সেটা সফল হতে চলেছে। খবু ভালো লাগছে। এবার গানটা সবার ভালো লাগলেই আমি খুশি।’অ্যালবাম প্রকাশের পর খুব গানটির মিউজিক ভিডিও তৈরি করা হবে বলেও জানালেন ফয়সাল রাব্বিকীন।এলএ/আরআই