ক্যাম্পাস

ঢাবি সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুর্নমিলনী ১৭ এপ্রিল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুর্নমিলনী আগামী ১৭ এপ্রিল ২০১৫ শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।পুর্নমিলনীতে অংশগ্রহণের জন্য প্রত্যেক সদস্য- ৩০০ টাকা, দম্পতি- ৫০০ টাকা, শিশুদের- ৩০০ টাকা এবং বিভাগের বর্তমান শিক্ষার্থীদের জন্য ৩০০ টাকা হারে চাঁদা নির্ধারণ করা হয়েছে।এছাড়া পুর্নমিলনীতে অংশগ্রহণের রেজিস্ট্রেশনের জন্য আনোয়ারুল আজিম (০১৭১২৭৯৯২১৪), অসীম কুমার দাশ (০১১৯৬০২৮৬২৪) এবং রেজাউল হাসান আখন্দ (০১৮১১২৫৮৭৮৭) এর সাথে যোগাযোগ করার জন্য অ্যালামনাইয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। রেজিস্ট্রেশন করা যাবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত।এদিকে ‘অতীশ দিপঙ্কর শান্তি স্বর্ণপদক’ ২০১৫ লাভ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে সংবর্ধনা দিয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন। গতকাল শনিবার উপাচার্যকে তার বাস ভবনে এই সংর্বধনা দেয়া হয়।এ সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপারসন অধ্যাপক মফিজুর রহমান, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আলমগীর হোসেন, সহ-সভাপতি এম. খায়রুল কবীর, সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস এবং নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।এমএইচ/আরএস/পিআর