চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ১৩ জন মেয়র প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে রোববার ২০ দলীয় জোট সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মঞ্জুর আলম, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ. জ. ম. নাছির উদ্দিন ও জাতীয় পার্টি সমর্থিত সোলায়মান আলম শেঠ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, সকাল ৯টা পাঁচ মিনিটে মঞ্জুর আলম, বেলা পৌঁনে ১২টায় নাছির উদ্দিন এবং দুপুর ১২টার সময় সোলায়মান আলম শেঠ মনোনয়ন পত্র দাখিল করেন। সহকারী রিটার্নিং অফিসার শফিকুর রহমান বিকেল পাঁচটা ১৫ মিনিটে টেলিফোনে মেয়র পদে ১৩ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাধারণ কাউন্সিলর পদে ৫৫৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯৪ জনসহ মোট ৬৭১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এমএএস/পিআর