খেলাধুলা

ট্রফি দিলেন শ্রীনি, মঞ্চে ছিলেন না কামাল

বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন ট্রফি বিজয়ীদের হাতে তুলে দেওয়া দায়িত্ব আইসিসি সভাপতি আহম মুস্তাফা কামালের (লোটাস কামাল)। কিন্তু তা করেননি তিনি। এমনকি এদিন তিনি অনুষ্ঠানেই অনুপস্থিত ছিলেন। ফলে আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসন ক্লার্কদের হাতে এবারের ট্রফি তুলে দেন।জানা গেছে, বাংলাদেশ-ভারত ম্যাচের বাজে আম্পায়ারিং নিয়ে মন্তব্য করায় আইসিসির তোপের মুখে পড়েন আহম মোস্তফা কামাল। তার এ বক্তব্য প্রকাশের পরই আইসিসির প্রধান নির্বাহী বিবৃতি দিয়ে লোটাস কামালের বক্তব্যের কড়া প্রতিবাদ জানান।তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন, জাইলস ক্লার্ক, ওয়ালি এডওয়ার্ডস ও শচিন টেন্ডুলকার ছিলেন মঞ্চে।এএইচ/আরআই