দেশজুড়ে

পাখি শিকারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ

পাখি শিকারকে কেন্দ্র করে ঝিনাইদহ সদর উপজেলার মুনড়িয়া বাজারে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।আহতরা হলেন, মুনড়িয়া গ্রামের ভূপতি বিশ্বাসের ছেলে অরুপ বিশ্বাস, সন্যাসী বিশ্বাসের মোহন বিশ্বাস, নরেন্দ্রলাল শিকদারের ছেলে তিব্বত শিকদার, নিরঞ্জন বিশ্বাসের ছেলে গৌরাঙ্গ বিশ্বাস ও বিবেকানন্দ বিশ্বাসসহ ১০ জন।বৃহস্পতিবার বিকেলে মুনুড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, বৃহস্পতিবার সকালে বুজিতলা গ্রামে পাখি শিকার করতে যায় মুনুড়িয়া গ্রামের সৌরভ ও তার দুই বন্ধু বিপ্লব এবং দীপ্ত।এ সময় ওই গ্রামের দিপংকর, সৌরভ ও তার দুইবন্ধুকে মারধর করে গাছের সাথে বেঁধে রাখে। এ সময় সৌরভ পালিয়ে যায়। পরে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। ভ্রাম্যমাণ আদালত বিপ্লব ও দীপ্তকে জেল জরিমানার দণ্ডাদেশ দেয়।বিকেলে দীপংকর মুনুড়িয়া বাজারে সৌরভকে খুঁজতে আসে। সৌরভকে না পেয়ে দীপংকর ও তার সহযোগী ঘোড়শাল গ্রামের ভাটু, মজিদসহ বেশকয়েকজন সৌরভের স্বজনদের মারধর করে। বিষয়টি এলাকায় জানা-জানি হলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী জানায়, দীপংকর অস্ত্র মামলার আসামি। কয়েকমাস আগে তার বাড়িতে সুড়ঙ্গ পাওয়া যায় এবং তাকে আটক করে পুলিশ। দীপংকর ওই এলাকার একাধিক মামলা আসামি ‘জাহিদ গ্রুপের’ একজন সক্রিয় সদস্য।এ ঘটনায় এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।আহমেদ নাসিম আনসারী/এএম/জেআইএম