দেশজুড়ে

রংপুরে তিন ইউপি নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন

রংপুর সদর উপজেলার হরিদেবপুর, চন্দনপাট ও সদ্যপুষ্করণী ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। এদিকে একটি কেন্দ্রে সংঘর্ষ ছাড়া বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কোন কেন্দ্রে ঘটেনি।নির্বাচনে হরিদেবপুর ইউনিয়ন পরিষদের হরকল্লী বহুমুখী ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্রে প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে দু’গ্রুপের ৮ জন আহত হয়েছেন।রোববার বেলা ২টার দিকে ইউপি সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলম এবং আসাদুজ্জামান জাবেদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ২ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শী মহিউদ্দিন মখদুমী জানান, টুল প্রতীকে ইউপি সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলম এবং টর্চলাইট প্রতীকে সদস্য প্রার্থী আসাদুজ্জামান জাবেদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জাহাঙ্গীর আলমের সমর্থকদের মধ্যে সেকেন্দার, আনছার আলী, আলমগীর ও আজিবর  এবং আসাদুজ্জামানের সমর্থকদের মধ্যে বদি, ইসলাম, সোলেমান ও মিঠু আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সেকেন্দারের অবস্থা আশংকাজনক বলে তিনি জানান।ভোট কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে ২ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিযন্ত্রণে আনে।সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হসলাম জানান, কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে ভোটগ্রহণে কোনো প্রভাব পড়েনি। এছাড়া শান্তিপূর্ণ পরিবেশে সকল কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।এমএএস/আরআই