ঝিনাইদহের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সেন্টারে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন করতে পরীক্ষার্থীদের সহায়তা করায় এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষক দেবাশীষ হরিণাকুন্ডু পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।এক প্রেসবিজ্ঞপিÍর মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, এসএসসি (ভকেশোনাল) পরীক্ষার ইংরেজি-২ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময় হল কক্ষে ঢুকে সন্দেহের ভিত্তিতে ওই শিক্ষককে তল্লাশি করে তার পকেট থেকে ২০ নম্বরের উত্তর সম্বলিত নকল পাওয়া যায়। এসময় তাকে বহিষ্কারের জন্য যথাযথ ব্যবস্থা নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রসচিবকে নির্দেশনা প্রদান করেন। নির্দেশনা মোতাবেক তাকে বহিষ্কার করা হয়। আহমেদ নাসিম আনাসারী/এফএ/এমএস