ঢালাইয়ের ১৫ দিনের মাথায় মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নওপাড়া-নবীনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের সিঁড়ি ভেঙে পড়ায় ওই স্কুল ভবনের দোতলা ভাঙার নির্দেশ দেয়া হয়েছে। নিম্নমানের উপকরণ দিয়ে যে অংশ নির্মাণ করা হয়েছে তা ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশনা দিয়েছে এলজিইডি’র প্রধান কার্যালয়। মেহেরপুর এলজিইডি আজিম উদ্দীন সর্দ্দার জানান, নির্দেশনা অনুযায়ী সোমবার দুপুর থেকে ভাঙা শুরু হয়েছে। প্রাথমিকভাবে দোতলার কয়েকটি পিলার, ভেঙে পড়া সিঁড়িসহ ইটের গাঁথুনি ভাঙা হচ্ছে। ভবনে ম্যাটালিক সাউন্ডের মাধ্যমে নিম্নমান নিশ্চিত করে ভাঙা শুরু হয়। ভাঙার কাজ শেষ হলে ঠিকাদার তার নিজ খরচে নতুন করে নির্মাণ করবেন। গাংনী উপজেলা এলজিইউডি’র অধীনে পিইডিপি-৩ প্রকপ্লের আওতায় ৬৩ লাখ ৫২ হাজার ৫০০ টাকা মূল্যে নবীনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনের নির্মাণ কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান কুষ্টিয়ার তামান্না এন্টারপ্রাইজ। গত ৭ জানুয়ারি দোতলার নির্মাণাধীন সিঁড়ি ভেঙে পড়লে ব্যাপক সমালোচিত হয়। পরে বিষয়টি তদন্ত করে এলজিইউডি কর্তৃপক্ষ ভবনটি ভাঙার নির্দেশ দেন।আসিফ ইকবাল/এএম/আরআইপি